মেদিনীপুর ঃ গত ১২ ডিসেম্বর মেদিনীপুরের কেরাণীটোলা আনন্দমার্গ সুকলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়৷ স্পোর্টসের বিভিন্ন আইটেমের ওপর প্রতিযোগিতা হয়৷ সুকলের ছোট ছোট ছেলেমেয়েরা এই স্পোর্টসে অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতার পর কৃতি ছাত্র-ছাত্রাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷ সুকলের ছাত্র-ছাত্রা অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক সবাইকে নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়৷ সুকলের প্রিন্সিপ্যাল আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত, কমিটির ভাইস চেয়ারম্যান রঞ্জিত ঘোষ, টীচার-ইন-চার্জ বিশ্বদেব মুখার্জী---সবার উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়৷
শালবনী ঃ শানবণী আনন্দমার্গ সুকলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১০ই ডিসেম্বর৷ টীচার-ইন-চার্জ জ্ঞানেন্দ্রনাথ জানার পরিচালনায় সুকলের ছাত্র-ছাত্রারা স্পোর্টসের বিভিন্ন আইটেমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷
ছাত্র-ছাত্রাদের অভিভাবক-অভিভাবিকা ও জনসাধারণ ছাত্র-ছাত্রাাদের এই প্রতিযোগিতায় উৎসাহিত করেন৷ প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় ও কৃতি ছাত্র-ছাত্রাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ প্রিন্সিপ্যাল আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে উৎসাহিত করেন৷