আনন্দমার্গে বসন্তোৎসবের বর্ণিল উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৪ই মার্চ ২০২৫, আনন্দমার্গে বসন্তোৎসব উদযাপিত হলো এক অপূর্ব ভক্তিময় পরিবেশে৷ দধীচি স্মৃতি হোষ্টেলে আয়োজিত এ উৎসবে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টার অখণ্ড ’বাবা নাম কেবলম নাম-সংকীর্তন অনুষ্ঠিত হয়, যা সমগ্র পরিবেশকে এক অনন্য ভাবগম্ভীরতায় ভরিয়ে তোলে৷

নাম-সংকীর্তন শেষে অনুষ্ঠিত হয় মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও বসন্তোৎসবের তাৎপর্য নিয়ে আলোচনা৷ ভক্তদের হৃদয়ে নবজাগরণ সৃষ্টি করে এই আলোচনা, যা বসন্তের নবপ্রাণ সঞ্চারের মতোই প্রেরণাদায়ক হয়ে ওঠে৷

এরপর সকলেই গুরুদেবের প্রতিকৃতিতে রঙ-আবীর নিবেদন করেন, পরম শ্রদ্ধা ও ভালবাসার অভিব্যক্তিতে৷ ছোটরা বড়দের চরণে আবীর অর্পণ করে প্রণাম জানায়, আর বড়রা তাদের স্নেহাশীর্বাদে সিক্ত করেন৷ এক ভ্রাতৃসুলভ আনন্দ-উচ্ছ্বাসে পুরুষ ও মহিলারা পৃথকভাবে নিজেদের মধ্যে আবীর খেলায় মেতে ওঠেন, যা উৎসবের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে৷ শেষে সদস্যদের মিলিত আহার ও ভোজপর্বের মাধ্যমে এই আনন্দঘন উৎসবের পরিসমাপ্তি ঘটে, হৃদয়ে রেখে যায় একতার, ভক্তির ও সম্প্রীতির এক অবিস্মরণীয় স্মৃতি৷