ব্যারাকপুর ঃ গত ৯ই ও ১০ই মার্চ ব্যারাকপুর ডায়োসিসের সেমিনার অনুষ্ঠিত হয় নিউব্যারাকপুর আনন্দমার্গ স্কুলে৷ সেমিনারে প্রশিক্ষক ছিলেন গুরুকূল সচিব আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ ডায়োসিসের শতাধিক মার্গী ভাইবোন সেমিনারে উপস্থিত ছিলেন৷ সেমিনারে আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় ও সাংঘটনিক কাজ কর্মের পর্যালোচনা করা হয়৷ সমস্ত অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস৷
কলকাতা ঃ গত ৯ই ও ১০ই মার্চ কলকাতা ডায়োসিসের সেমিনার অনুষ্ঠিত হয় ভিআইপি নগর আনন্দমার্গ আশ্রমে৷ ডায়োসিসের মার্গী ভাইবোনেরা সেমিনারে উপস্থিত ছিলেন৷ আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ সেমিনার আয়োজন করেন কলিকাতার ভুক্তিপ্রধান সুনন্দ সাহা ও স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাইবোনেরা৷