সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দমার্গ প্রচারক সংঘের বিদ্বৎ শাখা রেনেসাঁ ইয়ূনিবার্র্সলের উদ্যোগে গত ২৬শে মার্চ জাতীয় ওয়েবমিনারে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ আলোচনার বিষয় ছিল--- ভারতীয় চিন্তাধারার ঐতিহ্যের আলোকে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর আধ্যাত্মিক ও সামাজিক দর্শন৷ আলোচনাচক্রে সভাপতিত্ব করেন শ্রী লালবাহাদুর শাস্ত্রী জাতীয় সংসৃকত বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক পীযুষকান্তি দীক্ষিত৷ অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন অধ্যাপক মহানন্দ ঝা৷ তিনি আনন্দমার্গ দর্শন শাস্ত্র আনন্দসূূত্রত্বেমর উপর বক্তব্য রাখেন৷ ডাঃ অনিল প্রতাপ গিরি৷ ডাঃ সুদীপ্তা চক্রবর্তী, চেতন ভার্র্ম প্রমুখ আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন৷