গড়িয়া ঃ গত ১৬ই ফেব্রুয়ারী কলকাতার অন্তর্গত গড়িয়ার ছোট বটতলাতে বিশিষ্ট আনন্দমার্গী রামকৃষ্ণ চউধুরীর বাসভবনে ছয় ঘণ্টা ব্যাপী ‘বাবানাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড নাম সংকীর্ত্তন হয়৷ হরিপরিমণ্ডল গোষ্ঠীর আচার্য পরিতোষানন্দ অবধূত এই অনুষ্ঠান পরিচালনা করেন৷ এই উপলক্ষ্যে ভোর থেকেই প্রভাতফেরী ও পাঞ্চজন্যের পর অখণ্ড কীর্ত্তন শুরু হয়৷ সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত অখণ্ড কীর্ত্তন চলে৷ এর মাঝে কীর্ত্তন মিছিলও এলাকা পরিক্রম করে৷ এছাড়া আনন্দমার্গের বিভিন্ন কার্যকলাপের প্রদর্শনী ও পাবলিকেশনের স্টল খোলা হয়েছিল৷ অখণ্ড কীর্ত্তনের পর সাধনা ও স্বাধ্যায় হয়৷ তারপর সাধনা ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য বিকাশানন্দ অবধূত৷
অনুষ্ঠানে স্থানীয় আনন্দমার্গীরা মার্গের বহু সন্ন্যাসী-সন্ন্যাসিনী উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানের শেষে নারায়ণ সেবা ও হাসপাতালে দুঃস্থদের মধ্যে ফল বিতরণ করা হয়৷
ঠাকুরনগর ঃ১৬ই ফেব্রুয়ারী ঠাকুরনগর আনন্দমার্গ স্কুলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বাবানাম কেবলম্’ মহামন্ত্র অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ আচার্য সত্যসাধনানন্দ অবধূত ও স্থানীয় মার্গী ভাই-বোনেরা৷ কীর্ত্তন শেষে কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শন বিষয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷
কলকাতা ঃ কলকাতার গোরাপদ সরকার লেন নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী স্বপন সাহার বাড়ীতে গত ১৫ই ফেব্রুয়ারী কীর্ত্তনানুষ্ঠান হয়৷ এলাকার অনেক মার্গী ভাইবোনেরা মিলিত হয়ে বাবানাম কেবলম কীর্ত্তন করে আনন্দ উপভোগ করেন৷ উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়৷