গত ১১ই মার্চ থেকে ১৪ই মার্চ তিনদিন ব্যাপী পশ্চিম মেদিনীপুরের খড়িপাড়ায় অবস্থিত আনন্দমঞ্জু মাষ্টার ইয়ূনিটে আনন্দমার্গ স্কুলের ৫০ বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে মহাড়ম্বরে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়৷ অনুষ্ঠানের প্রথম দিন ১১ই মার্চ সকাল ৭টায় পতাকায় উত্তোলনের পর সকাল সাড়ে সাতটায় ১২ ঘন্টা ব্যাপী অষ্টাক্ষরীয় ‘‘বাবা নাম কেবলম্’’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন শুরু হয়৷ কীর্ত্তন চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত৷ স্থানীয় আনন্দমার্গীরা ছাড়াও সমস্ত জেলা থেকে আনন্দমার্গীরা এই অখণ্ড কীর্ত্তনে যোগদান করে সারাদিন ধরে কীর্ত্তনানন্দে বিভোর হ’ন৷ সঙ্গে সঙ্গে নারায়ণ সেবার আয়োজন করা হয়৷
পরদিন, ১২ই মার্চ স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রাবৃন্দ, অভিভাবক, অভিভাবিকা ও শুভানুধ্যায়ীরা এক বর্র্ণঢ্য শোভাযাত্রা ও কীর্ত্তন পরিক্রমা করেন৷ দুপুরে মিলিত আহারের পর বিকেলে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রারা এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন৷ এই অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রারা প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, ছড়া, কবিতা আবৃত্তি, ইংরেজী রাইমস, সংস্কৃত শ্লোক প্রভৃতি পরিবেশন করে’ দর্শকদের বিপুল আনন্দ দেয়৷
১৩ই মার্চ সকালে প্রথমে একটি আধ্যাত্মিক আলোচনা সভায় ‘যোগ ও মানবজীবনের সার্বিক বিকাশে’র ওপর বক্তব্য রাখেন আচার্য বিকাশানন্দ অবধূত ও আরও অনেকে৷ আচার্য বিকাশানন্দ অবধূত বলেন---মানুষের জীবন ত্রিস্তরীয়৷ মানুষের শরীর, মন ও আত্মা রয়েছে৷ এ তিনেরই বিকাশ ঘটাতে হবে৷ তবেই মানব জীবন সার্থক হবে৷ আর এই তিনের বিকাশের জন্যে প্রতিটি মানুষের অষ্টাঙ্গিক যোগ সাধনা করা একান্ত কর্তব্য৷
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়৷ সভায় সভাপতিত্ব করেন আচার্য বিকাশানন্দ অবধূত৷
এছাড়া বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে ছিলেন আনন্দমার্গের মাষ্টার ইয়ূনিট সেক্রেটারী আচার্য বোধিসত্তানন্দ অবধূত, মেদিনীপুরের ডায়োসিস সেক্রেটারী আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত , খড়িপাড়া আনন্দমার্গ ইয়ূনিটের সেক্রেটারী শ্রীযুক্ত গণেশচন্দ্র রাউৎ প্রমুখ৷
প্রধান অতিথি ছিলেন মাননীয় বিধায়ক শ্রীযুক্ত পরেশ মুর্মু৷ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পারিষদের শিক্ষাকর্মাধ্যক্ষা শ্রীমতী মামণি মান্ডী, অবর বিদ্যালয় পরিদর্শক (কেশিয়াড়ী ১ নং চক্র) শ্রীযুক্ত দেবাশিস ভট্টাচার্য, বাঘাস্তি ইয়ূনিয়ন হরিচরণ এস. সি উচ্চ মাধ্যমিক হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত শ্যামসুন্দর বিশ্বাস, স্থানীয় বিশিষ্ট শুভানুধ্যায়ী হরেকৃষ্ণ সিং প্রমুখ৷
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে আনন্দমার্গ স্কুলের শিক্ষাব্যবস্থার উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ স্কুলের ছাত্র-ছাত্রারা এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ আচার্য ভূবনেশানন্দ অবধূত৷ সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় ও সম্মানীয় অতিথিবৃন্দ ছাত্রছাত্রাদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন৷