আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা মে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার ব্লকের লাওগাংগ্রামের বিশিষ্ট আনন্দমার্গী স্বর্গীয় রতন রায়ের পুত্র সৌরভের সহিত পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর ব্লকের কলকলিয়া গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী গোবিন্দ সরকারের কন্যা শতাব্দী সরকারের শুভবিবাহ আনন্দমার্গের চর্যাচর্য বিধি অনুযায়ী সম্পন্ন হয়৷ এই বিবাহ অনুষ্ঠানে বরপক্ষে পৌরহিত্য করেন আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত ও কন্যাপক্ষে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দকৃষ্ণধ্যানা আচার্যা৷

অনুষ্ঠানের শুরুতে বরকনেকে বরন করা হয় প্রভাত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে৷ এরপর প্রভাত সঙ্গীত ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন ঈশ্বর প্রণিধান ও গুরুপূজার পর আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ সম্পর্কে বক্তব্য রাখেন বয়োজ্যেষ্ঠ আনন্দমার্গী শ্রী দানেশ পাল৷ সমগ্র অনুষ্ঠানটি  পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷