আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৫ই জুলাই’২৪ রাঁচি হিনো নিবাসী শ্রীমতী জয়ন্তী ও ডক্টর রঞ্জিত কুমার দত্তের প্রথম পুত্র সন্তান ডক্টর মনোজিতের সহিত রাঁচি ঋষভ নিবাসী শ্রীমতী কৃষ্ণা ও শ্রী যমুনা কান্ত মাইতির একমাত্র কন্যা ডক্টর জয়শ্রীর শুভবিবাহ অনুষ্ঠিত হয় আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুযায়ী রাঁচি সেফরন রিসর্টে৷ প্রভাত-সঙ্গীত, বাবা নাম কেবলম কীর্ত্তন, ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান ও স্বাধ্যায়ের মাধ্যমে এক আধ্যাত্মিক পরিমণ্ডলে অনুষ্ঠান সুসম্পন্ন হয়৷ বিবাহের পূর্বে আনন্দমার্গ বিবাহের বৈশিষ্ট্য সম্বন্ধে ব্যাখ্যা করা হয়৷ পাত্রপক্ষে পৌরহিত্য করেন আচার্য গুরুদত্তানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷