আনন্দমার্গের বহুমুখী অবদানের ওপর আনন্দনগরে---বিশেষ সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
Anandanagar Seminar

গত ১৯শে নভেম্বর  রেণেশাঁ ইয়ূনিবার্র্সলের  উদ্যোগে আনন্দনগরের  রোটাণ্ডাতে মহান দার্শনিক ধর্মগুরু  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবর্ত্তিত আনন্দমার্গের সর্র্বত্মক দর্শনের  ওপর এক মনোজ্ঞ আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দমার্গের কেন্দ্রীয় প্রকাশন সচিব আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত৷ বক্তাদের মধ্যে ছিলেন মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজের (কলকাতা) অধ্যাপক শ্রী চন্ডীচরণ মুড়া, তাঁর বক্তব্য বিষয় ছিল ‘রাঢ়ের  ক্ষেত্রে শ্রী প্রভাতরঞ্জন সরকারের অবদান’৷ সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের (পুরুলিয়া) অধ্যাপক শ্রী লক্ষীরাম গোপ বক্তব্য রাখেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নব্যমানবতাবাদী শিক্ষার ওপর৷ স্বামী নিঃসম্বলানন্দ গার্লস কলেজের (উত্তরপাড়া, হুগলি) অধ্যাপক শ্রী শুভমানস ঘোষ বক্তব্য রাখেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সাহিত্যতত্ত্বের ওপর৷ সিন্ধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের অপর  এক অধ্যাপক (অর্থনীতিবিভাগ) শ্রী সুভাশিস ভট্টাচার্য ‘প্রাউটের অর্থনীতি’র ওপর বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণে আনন্দমার্গের সর্বতোমুখী সেবাযজ্ঞের ওপর আলোকপাত করেন আচার্য নারায়ণানন্দ অবধূত৷

আজ সমাজের সর্বক্ষেত্রে দেখা দিয়েছে নিদারুণ অবক্ষয়, কি ধর্ম, কি শিক্ষাব্যবস্থা, কি সাহিত্য-সংস্কৃতি, কি অর্থনীতি, কি রাষ্ট্রনীতি সবকিছুই আজ বিপর্যস্ত৷ সর্বক্ষেত্রে সমস্যার পাহাড়৷ এই পরিস্থিতিতে সমাজের এই সমস্ত সমস্যারই সুষ্ঠু সমাধানের  পথ দেখিয়েছেন শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী৷  বিভিন্ন বক্তা সমাজের বিভিন্ন ক্ষেত্রের সমস্যার সমাধানে  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী  যে পথের নির্দেশ দিয়েছেন সেই সম্পর্কে বক্তব্য রাখেন৷ তাঁরা বলেন, আনন্দমার্গের  দর্শন সর্র্বনুসূ্যত  দর্শন৷  সমাজের সমস্ত সমস্যার  সমাধানের  আর এক নাম আনন্দমার্গ৷