গত ১৯শে নভেম্বর রেণেশাঁ ইয়ূনিবার্র্সলের উদ্যোগে আনন্দনগরের রোটাণ্ডাতে মহান দার্শনিক ধর্মগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবর্ত্তিত আনন্দমার্গের সর্র্বত্মক দর্শনের ওপর এক মনোজ্ঞ আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দমার্গের কেন্দ্রীয় প্রকাশন সচিব আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত৷ বক্তাদের মধ্যে ছিলেন মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজের (কলকাতা) অধ্যাপক শ্রী চন্ডীচরণ মুড়া, তাঁর বক্তব্য বিষয় ছিল ‘রাঢ়ের ক্ষেত্রে শ্রী প্রভাতরঞ্জন সরকারের অবদান’৷ সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের (পুরুলিয়া) অধ্যাপক শ্রী লক্ষীরাম গোপ বক্তব্য রাখেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নব্যমানবতাবাদী শিক্ষার ওপর৷ স্বামী নিঃসম্বলানন্দ গার্লস কলেজের (উত্তরপাড়া, হুগলি) অধ্যাপক শ্রী শুভমানস ঘোষ বক্তব্য রাখেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সাহিত্যতত্ত্বের ওপর৷ সিন্ধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের অপর এক অধ্যাপক (অর্থনীতিবিভাগ) শ্রী সুভাশিস ভট্টাচার্য ‘প্রাউটের অর্থনীতি’র ওপর বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণে আনন্দমার্গের সর্বতোমুখী সেবাযজ্ঞের ওপর আলোকপাত করেন আচার্য নারায়ণানন্দ অবধূত৷
আজ সমাজের সর্বক্ষেত্রে দেখা দিয়েছে নিদারুণ অবক্ষয়, কি ধর্ম, কি শিক্ষাব্যবস্থা, কি সাহিত্য-সংস্কৃতি, কি অর্থনীতি, কি রাষ্ট্রনীতি সবকিছুই আজ বিপর্যস্ত৷ সর্বক্ষেত্রে সমস্যার পাহাড়৷ এই পরিস্থিতিতে সমাজের এই সমস্ত সমস্যারই সুষ্ঠু সমাধানের পথ দেখিয়েছেন শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী৷ বিভিন্ন বক্তা সমাজের বিভিন্ন ক্ষেত্রের সমস্যার সমাধানে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী যে পথের নির্দেশ দিয়েছেন সেই সম্পর্কে বক্তব্য রাখেন৷ তাঁরা বলেন, আনন্দমার্গের দর্শন সর্র্বনুসূ্যত দর্শন৷ সমাজের সমস্ত সমস্যার সমাধানের আর এক নাম আনন্দমার্গ৷