আনন্দমার্গের ভি আইপি নগর কেন্দ্রীয় আশ্রমে বসন্ত উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৫শে নভেম্বর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে ভি আইপি নগর আনন্দমার্গ আশ্রমে সাড়ম্বরে বসন্ত উৎসব পালিত হয়৷ সারা বাঙলায় এই দিন শ্রীকৃষ্ণের দোলযাত্রা৷ কোথাও কোথাও হোলিও চলে৷ তবে বাঙলার নিজস্ব উৎসব শ্রীকৃষ্ণের দোলযাত্রা৷ বিশ্বকবির শান্তিনিকেতনেও বসন্ত উৎসব পালিত হয়৷ আনন্দমার্গ প্রচারক সংঘের ১৮২টা দেশের সমস্ত ইউনিটে এই দিন বসন্ত উৎসব পালিত হয়৷ ভিআইপি বাজার কেন্দ্রীয় আশ্রমে এই দিন বসন্ত উৎসব উপলক্ষে বহু আনন্দমার্গী ভাই-বোন সমবেত হন৷ বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অখন্ড বাবা নাম কেবলম কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বরপ্রণিধানের পর বসন্ত উৎসব উপলক্ষে মার্গগুরুদেবের প্রবচন পাঠ করে শোনান আচার্য নিত্যসত্যানন্দ অবধূত৷ এরপরে প্রত্যেকে গুরুদেবের চরণে আবীর দেওয়ার পর সকলে নিজেদের মধ্যে রঙ দেওয়া নেওয়া করে৷ এইদিন কাকিনাড়া আনন্দমার্গ স্কুলে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করা হয়৷