গত ১৫ই নভেম্বর আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে মার্গের সকল ইয়ূনিটের ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান পালন করা হয়৷ মূল অনুষ্ঠানটি হয় আনন্দমার্গ প্রচারক সংঘের নারী কল্যাণ বিভাগের ভি.আই.পি বাজার আশ্রমে৷
সেখানে সকাল ৭-৩০ মিনিট থেকে তিন ঘন্টা ‘াা নাম কেবলম্’ কীর্ত্তন পরিবেশনের পর মিলিত সাধনা ও আনন্দমূর্ত্তিজীর রচনা পাঠ করে শোনান হয়৷ এরপর সঙ্ঘের প্রবীন সন্ন্যাসী আচার্য বিকাশানন্দ অবধূত, ভ্রাতৃদ্বিতীয়ার তাৎপর্য ব্যাখ্যা করেন ও এই অনুষ্ঠান সম্পর্কিত কয়েকটি পৌরাণিক কাহিনীর কথা বলেন৷ এরপর আচার্য নিত্যসত্যানন্দ অবধূত তাঁর একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনান৷ অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন৷ এরপর উপস্থিত দিদিরা ও দাদা ও ভাইদের কপালে মঙ্গল তিলক এঁকে দেন ও ভাইদের দীর্ঘায়ু কামনা করেন৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা৷
এইদিন আনন্দমার্গের অন্যান্য ইয়ূনিটেও ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান পালিত হয়৷ আনন্দনগরে চিৎমু গ্রামে জাগৃতির জন্য নির্দিষ্ট জমিতে ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান পালিত হয়৷
এদিন বারাসাতে ‘আমরা বাঙালী’র উত্তর ২৪ পরগণা জেলা শাখার পক্ষ থেকে ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান পালিত হয়৷ বারাসাত স্টেশনে রেল যাত্রী সাধারণ মানুষ ও পুলিশকর্মীদেরও বাঙালী মহিলা সমাজের কর্মীরা মঙ্গল টিকা পরিয়ে দীর্ঘায়ু কামনা করেন৷