আনন্দমার্গের ক্রীড়া প্রকোষ্ঠের উদ্যোগে ফুটবল মেধা বাছাই শিবির

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আনন্দমার্গ প্রচারক সংঘের ক্রীড়া প্রকষ্ঠ স্পিরিচ্যুয়ালিষ্টস্‌ স্পোর্টস্‌ এ্যাণ্ড এডভেঞ্চার ক্লাব৷ গ্রাম বাঙলা থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই করে তুলে আনতে ফুটবল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে৷ এরজন্য কলিকাতা কিছু বিখ্যাত ফুটবল খেলোয়াড়দের নিয়ে একটি টেক্‌নিক্যাল টীম ঘটন করা হয়৷ গত ২৮শে মে নদীয়াপ তেহট্ট ২নং ব্লকের হাঁস পুকুরিয়া মাঠে একটি মেধা বাছাই শিবির করে ২৬ জন খুদে ফুটবলার কে বাছাই করা হয়৷ পরবর্তী ক্যাম্প অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গে৷ যারা এই ধরনের মেধা বাছাই শিবির করতে  আগ্রহী তাদের টেক্‌নিক্যাল টীমের কনভেনার সূর্যবিকাশ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে৷ উত্তর বঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার  ১লা ও ৩রা জুলাই মেধা বাছাই শিবির অনুষ্ঠিত হবে৷

আনন্দমার্গ উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক সাফল্য আনন্দনগর আনন্দমার্গ উচ্চবিদ্যালয়ে থেকে ২০২২-এ মোট ১৪৪ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, ১৪৪ জনই উত্তীর্ণ হয়েছে৷ সর্বচ্চ নম্বর ৬৫৬ গ্রেড অনুযায়ী--- এ.এ---৩২ জন ছাত্র, এ+ ---২৩ জন,ছাত্র এ.---৮০ জন ছাত্র, ি+ ---৩৭ জন ছাত্র, বি---১ জন ছাত্র৷