গত ৯ই নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া তিথিতে আনন্দমার্গের মহিলা কল্যাণ বিভাগের পক্ষ থেকে আনন্দমার্গীয় বিধিতে ভ্রাতৃদ্বিতীয়া উৎসব পালন করা হয়৷
এই উপলক্ষ্যে ভি.আই.পি নগরস্থিত আনন্দমার্গের মহিলা কল্যাণ বিভাগের কেন্দ্রীয় আশ্রম ‘শুচিতা ভবনে’ আনন্দমার্গের বহু সন্ন্যাসী, কর্মী ও গৃহী আনন্দমার্গী ভাই-বোন মিলিত হন৷
অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশিত হয়৷ এরপর শুরু হয় অখণ্ড ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন৷ ৩ ঘন্টা ব্যাপী কীর্ত্তনের পর অবধূতিকা আনন্দ বিশোকা আচার্যা ও আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ‘ভ্রাতৃদ্বিতীয়া’ অনুষ্ঠানের তাৎপর্য ও আনন্দমার্গের ‘ভ্রাতৃদ্বিতীয়া’ অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখেন৷ এরপর আচার্য নিত্যসত্যানন্দ অবধূত একটি স্বরচিত কবিতা পাঠ করেন৷
তারপর মার্গের সন্ন্যাসিনীরা ও অন্যান্য আনন্দমার্গী মহিলারা ও ছোটছোট বোনেরা মার্গের সন্ন্যাসী ও সমবেত আনন্দমার্গীদের (পুরুষ) কপালে ফোঁটা দিয়ে পরমপুরুষের কাছে তাঁদের দীর্ঘ জীবন প্রার্থনা করেন৷ দাদা ও ভাইয়েরা ও বোনেদের কল্যাণ ও দীর্ঘজীবন কামনা করেন৷
এর পর আনন্দমার্গের মহিলা কল্যাণ বিভাগের পক্ষ থেকে সবাইকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷