আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর ঃ গত ২৪শে মার্চ আনন্দনগরের  সন্নিকটে সিধি  পঞ্চায়েতের  জেলাডি গ্রামে  আনন্দমার্গের এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন ও সামাজিক অর্থনৈতিক দর্শন --- ‘প্রাউটে’র ওপর আলোচনা  করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ ৬০ জন এই সেমিনারে অংশগ্রহণ  করেন৷ এই সেমিনারে মুক্তানন্দজী ৫ জন পুরুষকে ও অবধূতিকা  আনন্দ অনিন্দিতা আচার্যা ১৫ জন মহিলাকে আনন্দমার্গের সাধনা শেখান৷ এই সেমিনারের ব্যবস্থাপনায় ছিলেন শ্রী সুরেশ কেওট, কৌশিক  সিং ও স্থানীয় অন্যান্য আনন্দমার্গীরা৷