সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
প্রথম ডায়োসিস স্তরের সেমিনার শেষ হওয়ার পর এখন দ্বিতীয় পর্বে বিভিন্ন ডিট ও ব্লক স্তরের সেমিনার চলছে৷ গত ৩রা অক্টোবর নৈহাটি আনন্দমার্গ স্কুলে নৈহাটি ও কাকিনাড়া ব্লকের সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক ও সামাজিক অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ৷ আলোচ্য বিষয়গুলি ছিল জীবের পরমাগতি, শূদ্র বিপ্লব ও সদ্বিপ্র সমাজ, জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন পুনর্জাগরণ ও সম্যক জীবন৷
কাকিনাড়া ও নৈহাটির বিভিন্ন ইয়ূনিটের মার্গী ভাই বোনেরা এই সেমিনারে অংশগ্রহণ করেন৷ উপস্থিত ছিলেন ব্যারাকপুর ডায়োসিস সেক্রেটারী আচার্য শম্ভুসুন্দরানন্দ অবধূত ও ডিট.সেক্রেটারী আচার্য বাণীব্রত ব্রহ্মচারী৷ নৈহাটি স্কুলের শিক্ষকবৃন্দ ও স্থানীয় ইয়ূনিটের কর্মীবৃন্দ এই সেমিনার পরিচালনা করেন৷