আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ডায়োসিস স্তরের সেমিনার শেষে এখন ডিট ও ব্লকস্তরে সেমিনার শুরু হয়েছে৷ গত ১২,১৩ই মার্চ কলিকাতা রিজিয়নে কোচবিহারে মাথাভাঙ্গায় ব্লকস্তরের,পূর্ব ভঞ্জভূম আনন্দমার্গ স্কুলে ডিটস্তরের, আন্দামান নিকবর দীপে ডিটস্তরের,ঝালদা ডিটস্তরের, বনগাঁই গাঁও ডিটস্তরের, বালুর ঘাটে ডিটস্তরের, বনগাঁ ডিট স্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷ ডিট ও ব্লক স্তরের কর্মীদের উপস্থিতিতে এই সব সেমিনারে মার্গের আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করেন সংঘের তাত্ত্বিক কর্মীরা৷

গত ১৩ই মার্চ বাঁকুড়া শহরে প্রতাপ বাগান আনন্দমার্গ স্কুলে স্থানীয় মার্গীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে শহরের বেশ কয়েক জন শিক্ষিত যুবক অংশগ্রহণ করেন৷ সেমিনারের আয়োজন করেন বাঁকুড়া ডায়োসিস সেক্রেটারী আচার্য প্রজ্ঞাভাষানন্দ অবধূত ও প্রাউটের ভুক্তি প্রধান অগ্ণিবেশ সেনগুপ্ত, তাঁকে সাহায্য করেন অশোক দেব, দশরথ বাস্কে প্রমুখ৷ প্রশিক্ষক ছিলেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ সেমিনার সফল করতে অগ্ণিবেশের প্রচেষ্টায় বাঁকুড়া শহরের অনেক সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷