আনন্দনগরে ধর্মমহাচক্র সমাপ্তির পর আনন্দমার্গ দর্শনের প্রচার, প্রসার ও কর্মীদের প্রশিক্ষণ দিতে সেমিনারের আয়োজন করা হয়৷ গত ২৪,২৫ ও ২৬শে জুন কলিকাতা সার্কেলে শিলিগুড়ি আনন্দমার্গ স্কুলে তিনদিনের আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ এই আলোচনা সভায় প্রশিক্ষক ছিলেন আচার্য তন্ময়ানন্দ অবধূত, তিনদিনের এই সেমিনারে মার্গ দর্শনের আধ্যাত্মিক সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয়৷ আলোচ্য বিষয়গুলি ছিল---ইষ্ট ও আদর্শ, জীবন মৃত্যু ও সংস্কার, মানবসমাজ এক ও অবিভাজ্য ও অর্থনীতিতে গতিতত্ত্ব৷ শিলিগুড়ি ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ডায়োসিস স্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷ ওড়িষায় সম্বলপুুর বারকোটে, কর্ণাটকে সিমোগায় প্রভৃতি স্থানে সেমিনার হয়৷ তাত্ত্বিক আলোচনা ছাড়াও নগর কীর্ত্তন প্রচার সভা ও নানা কর্মসূচি পালিত হয় সেমিনারগুলিতে৷ সম্বলপুর বারকোটে প্রশিক্ষক ছিলেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ এখানে সেমিনার ছাড়া নগরকীর্তন শহরের পথপরিক্রমা করে৷ বিহারে মধুবনী ভুক্তিতে ২৪,২৫, ২৬ শে জুন সেমিনার ও কীর্ত্তন পরিক্রমা অনুষ্ঠিত হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়