কলকাতা ঃ গত ৫ ও ৬ই আগষ্ট,২৩ তিলজলা কেন্দ্রীয় আশ্রমে কলকাতা ডায়োসিস স্তরে সেমিনার অনুষ্ঠিত হয়৷ দু’দিন ব্যাপী সেমিনারে আনন্দমার্গ দর্শনে আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করেন আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ অনুষ্ঠানটি আয়োজন করেন জেলার ভুক্তিপ্রধান শ্রীমতি সুনন্দা সাহা৷ তাঁকে সহযোগিতা করেন ডায়োসিস সচিব আচার্য সুবোধানন্দ অবধূত ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷
আরামবাগ ঃ গত ৬ই আগষ্ট,২৩ আরামবাগ আনন্দমার্গ স্কুলে ডিট স্তরে সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য অভিব্রতানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ মধূপর্ণা আচার্যা৷ অনুষ্ঠানটি আয়োজন করেন ডায়োসিস সচিব আচার্য সুবিকাশানন্দ অবধূত ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷
নৈহাটি ঃ গত ৬ই আগষ্ট, নৈহাটি আনন্দমার্গ স্কুলে ব্যারাকপুর ডায়োসিস স্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে সমবেত হয়েছিলেন স্থানীয় মার্গী ভাইবোনেরা৷ সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনে সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করেন৷