সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৯ই মে থেকে কলকাতায় আনন্দমার্গের কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচদিনের জন্যে শিক্ষা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে৷ এই প্রশিক্ষণ শিবিরে আনন্দমার্গের স্কুলগুলি থেকে প্রায় ৪০০ জন শিক্ষক-শিক্ষিকা যোগদান করেছেন৷
আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়াই এই শিবিরের উদ্দেশ্য৷ এই শিবির পরিচালনা করছেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷ আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত ছাড়াও এই প্রশিক্ষণ শিবিরে নব্যমানবতাবাদী শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিকের ওপরে আলোচনা করেন অধ্যাপক নীরদবরণ সরকার, সুকুমার নন্দী, আচার্য চিতিবোধানন্দ অবধূত, আচার্য কাশীশ্বরানন্দ অবধূত প্রমুখ৷