আনন্দমার্গের সমাজশাস্ত্র অনুসারে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
সময়

গত ২১শে আগষ্ট বীরভূম জেলার বিশিষ্ট আনন্দমার্গী ও আনন্দমার্গের প্রবীন তাত্ত্বিক সনৎ দত্তের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গের সমাজশাস্ত্র অনুসারে সুসম্পন্ন হয়৷ কীর্ণাহারে তার নিজ বাস ভবনে প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, সমবেত ধ্যান ও গুরুপূজার পর-শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করেন আচার্য বিজয়েশ্বরানন্দ অবধূত৷ বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু আনন্দমার্গী ও সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এই শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রয়াত সনৎ দত্তের আদর্শনিষ্ঠা, গুরুভক্তি, ত্যাগ তিতিক্ষার আনন্দমার্গ দর্শনে তার পাণ্ডিত্য সম্পর্কে বক্তব্য রাখেন শ্রীমহাদেব সেন সহ অনেকেই৷ আনন্দমার্গের আদর্শ প্রচারে বিভিন্নকর্মে বিশেষ করে কীর্ণাহারে আনন্দমার্গ স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে সনৎ দত্তের অবদান সম্পর্কে বক্তব্য-রাখেন আচার্য কর্মেশানন্দ অবধূত৷

কলকাতা ঃ গত ২৫শে আগষ্ট কলিকাতার বিশিষ্ট আনন্দমার্গী প্রয়াত অরুণ দের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গের তিলজলাস্থিত ধ্যান মন্দিরে প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, ধ্যান ও গুরুপূজার আধ্যাত্মিক পরিবেশে সুসম্পন্ন হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করেন আচার্যা কাশীশ্বরানন্দ অবধূত৷ আনন্দমার্গের আদর্শ ও সমাজ শাস্ত্র সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ কলিকাতা সহ বিভিন্ন স্থান থেকে বহু আনন্দমার্গী সন্ন্যাসী ও সন্ন্যাসিনী ও অরুণদের আত্মীয় স্বজন এই শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ স্মৃতিচারণ অনুষ্ঠানে শ্রী অরুণ দের দীর্ঘ জীবনের বিভিন্ন মহৎকর্মের ও তাঁর আদর্শনিষ্ঠা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুতীর্থানন্দ অবধূত৷ অবধূতিকা আনন্দপ্রজ্ঞা আচার্যা, শ্রী খগেন দাশ সহ প্রয়াত অরুণ দের আত্মীয়বর্গ৷