গত ১০ই ডিসেম্বর কলকাতায় আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমের জাগৃতি ভবনে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর সমাজশাস্ত্রানুসারে এক শুভ বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ এই বিবাহে পাত্র ছিলেন কলকাতার উল্টোডাঙ্গা নিবাসী শ্রী স্বপন সাহা ও শ্রীমতি বীথিকা সাহার কনিষ্ঠ পুত্র শ্রীমান কৌশিক সাহা৷ আর পাত্রী ছিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ নিবাসী শ্রী কুমারেশ দাস ও শ্রীমতি নিয়তি দাসের কন্যা কল্যাণীয়া শিল্পা দাস৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ করুণা আচার্যা৷
অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন আচার্য চিরাগতানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা, ইমান দর্পন রায় প্রমুখ৷ তবলায় সহযোগিতা করেন শ্রী প্রতিম দাস৷ এরপর মিলিত ঈশ্বর প্রণিধান অনুষ্ঠিত হয়৷
তারপরে আনন্দমার্গের বিবাহ পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে বক্তব্য রাখেন সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ তিনি বলেন, আনন্দমার্গের এই বৈপ্লবিক বিবাহ পদ্ধতিতে পণপ্রথা, জাত-পাত-সম্প্রদায়ের বিভেদসহ কোনো প্রকার কুসংস্কারকে স্থান দেওয়া হয়নি৷ অনুষ্ঠানটি সঞ্চালন করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷