আনন্দমার্গের তিলজলা আশ্রমে ৪০তম প্রভাতসঙ্গীত দিবস মহাসমারোহে পালিত হল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪ই সেপ্ঢেম্বর কলকাতা কেন্দ্রীয় আশ্রমে মহাসমারোহে পালিত হল প্রভাতসঙ্গীত দিবস৷ অনুষ্ঠানের শুভসূচনা হল প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, মিলিত সাধনা ও স্বাধ্যায়ের মাধ্যমে৷ অনুষ্ঠানে প্রধান  অতিথি ও অতিথিদের আসন অলঙ্কৃত করেন আচার্য ভবেশানন্দ অবধূত, আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য সুধাক্ষরানন্দ অবধূত, আচার্য দিব্যচেতনানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ করুণা আচার্যা৷

এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- --আচার্য প্রিয়শিবানন্দ অবধূত, আচার্য নিত্যসত্যানন্দ অবধূত, আচার্য নীতিশানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা, শ্রীমতি সুপ্রিয়া ভৌমিক, শ্রীমতি সুচরিতা মাইতি, আনন্দধারা -রামরাজাতলা হাওড়া ও আনন্দমার্গ যোগকেন্দ্র তিলজলার ছাত্র-ছাত্রাবৃন্দ৷

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন--- আনন্দমার্গ শিশু সদনের মেয়েরা, সৃষ্টি ডান্স এ্যাকাডেমী, তিলজলা, আনন্দধারা-রামরাজাতলা হাওড়া, ধ্রুপদী কলাকেন্দ্র-শিবপুর ও সুতপা রায়৷

এছাড়া উক্ত অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন---আচার্য নিত্যসত্যানন্দ অবধূত ও কবিগান-কথা  ও সুর দিয়েছেন শ্রীবিভাংশু মাইতি ও কন্ঠে ছিলেন সুচরিতা মাইতি৷

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- --আচার্য ভবেশানন্দ অবধূত ও আচার্য সুতীর্র্থনন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত৷