আনন্দমার্গের তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩০শে আগষ্ট আনন্দনগর সংলগ্ণ টাটুয়াড়া পঞ্চায়েতে আমড়া গ্রামে একটি তত্ত্বসভা অনুষ্ঠিত হয় এই তত্ত্বসভায় আদর্শ জীবন ও আধ্যাত্মিক নীতিবাদের ওপর আলোচনা করা হয় স্থানীয় মার্গী ভাই-বোন ও বহু গ্রামবাসী এই সভায় যোগ দেন  অনেকেই আনন্দমার্গের যোগসাধনা অনুশীলনে আগ্রহ দেখান

সিধিগ্রাম ঃ গত ২৯শে আগষ্ট আনন্দনগর সংলগ্ণ সিধি গ্রামে একটি তত্ত্বসভা অনুষ্ঠিত হয় এই তত্ত্বসভার আলোচ্য বিষয় ছিল যোগসাধনা আলোচনায় অনুপ্রাণিত হয় বেশকিছু মানুষ যোগসাধনা অনুশীলনের শিক্ষা গ্রহণ করেন

গোপীনাথপুর ঃ গত ২৬শে আগষ্ট আনন্দনগরে গোপীনাথপুর গ্রামে একটি তত্ত্বসভা অনুষ্ঠিত হয় এখানে আনন্দমার্গের আদর্শ জীবনধারা ও যোগসাধনার উপকারিতার ওপর বক্তব্য রাখা হয়

জামড়া গ্রাম ঃ গত ২৫শে আগষ্ট আনন্দনগরের জামড়া গ্রামে একটি যোগসাধনা শিবির অনুষ্ঠিত হয় স্থানীয় মার্গী ভাইবোনেরা  এই সাধনা শিবিরে যোগ দেন ও এখানে যোগ সাধনা ও আসনের উপকারিতার ওপর বক্তব্য রাখা হয়

পিরিগ্রাম ঃ গত ২৪শে আগষ্ট পিরি গ্রামে একটি সমবেত যোগ সাধনা অনুশীলন করা হয় এই যোগসাধনায় স্থানীয় মার্গী ভাই-বোনরা উপস্থিত ছিলেন

এইসব তত্ত্বসভা ও সাধনা শিবিরে বক্তব্য রাখেন--- আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত, আচার্য রাজেশ্বরানন্দ অবধূত, আচার্য প্রমোথেশানন্দ অবধূত, আচার্য মুক্তানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা, অবধূতিকা আনন্দ বিমোহা আচার্যা, অবধূতিকা আনন্দ সেবাব্রতা আচার্যা, অবধূতিকা আনন্দ অতিসা আচার্যা প্রমুখ