আনন্দমার্গীয়  বিধিতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গীয় বিধিতে এক বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ এই বিবাহে পাত্র---কলকাতা নিবাসী প্রবীণ আনন্দমার্গী আশিস রায়চউধুরীর একমাত্র পু শ্রীমান বিপ্লব রায়চউধুরী৷ পাত্রী---ঝাড়গ্রাম নিবাসী শ্রী স্বরূপ খানের একমাত্র কন্যা কুমারী মনিকা খান৷ শ্রীমান বিপ্লব আনন্দনগরের প্রাক্তন ছাত্র৷

এই অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট আনন্দমার্গীরা  তো উপস্থিত ছিলেনই তার সঙ্গে উপস্থিত ছিলেন পাত্র ও  পাত্রীপক্ষের  আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ আনন্দমার্গের বিবাহ পদ্ধতি  দেখতে  উৎসুক  বহু মানুষ৷ বিবাহনুষ্ঠানের শুরুতে আচার্য অমৃতবোধানন্দ অবধূত  মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  এই বিবাহ  বিধির  বৈশিষ্ট্য সম্পর্কে বক্তব্য রাখেন৷ এরপর বরের পিতা শ্রী আশিস রায়চউধুরী বলেন আনন্দমার্গের এই বিবাহ ব্যবস্থা পণপ্রথা, জাতিভেদ সহ সমস্ত প্রকার  কুসংস্কার থেকে মুক্ত৷

এরপর বৈদিক মন্ত্রপাঠ করে আনন্দমার্গীয়  বিধিতে  শুভবিবাহ অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন  অবধূতিকা আনন্দশতদীপা  আচার্যা৷

অনুষ্ঠানান্তে প্রীতিভোজে সুস্বাদু সাত্ত্বিক আহার পরিবেশিত হয়৷ উপস্থিত নন্-মার্গীরা আনন্দমার্গের এই অভিনব বিবাহ পদ্ধতি দেখে মুগ্দ হয়ে যান ও এই  বিবাহপদ্ধতির  ভূয়সী প্রশংসা করেন৷