আনন্দমার্গীয়  বিধিতে বৈপ্লবিক  বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা জুন আনন্দমার্গের সমাজশাস্ত্র চর্র্যচর্য বিধি অনুযায়ী হুগলী জেলার কামারকুণ্ডু গ্রাম নিবাসী শ্রী গোপাল দাস ও শ্রীমতী শেলী দাসের পুত্র শ্রীমান কৃষ্ণেন্দু দাসের সহিত হুগলী জেলারই তারকেশ্বর পদ্মপুকুর গ্রাম নিবাসী শ্রী দেবেন্দ্রনাথ মণ্ডল ও শ্রীমতী কবিতা মণ্ডলের কন্যা শ্রীমতী রিয়া মণ্ডলের শুভবিবাহ তারকেশ্বর আনন্দমার্গ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়৷

বিবাহানুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য গুরুদত্তানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷ বিবাহানুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত ও আচার্য সুদত্তানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য অর্পণানন্দ অবধূত৷