আনন্দমার্গীয় বিধিতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অন্নপ্রাশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

চাঁপাডাঙ্গা, হুগলী ঃ সম্প্রতি হুগলী জেলার চাঁপাডাঙ্গায় আনন্দমার্গীয় বিধিতে এক অন্নপ্রাশন অনুষ্ঠান হয়৷ বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সন্টু সাহা ও শ্রীমতী প্রিয়ঙ্কা সাহার কন্যার এই অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ অনুষ্ঠান শিশুর নাম রাখা হয় ‘ঈশ্বরী’৷

অনুষ্ঠানের পর আনন্দমার্গের অন্নপ্রাশন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ওপর বক্তব্য রাখেন আচার্য সুবিকাশাননন্দ অবধূত, অবধূতিকা আনন্দ দ্যুতিময়া আচার্যা প্রমুখ৷

তারকেশ্বর ঃ গত ১৩ই আগষ্ট বিশিষ্ট আনন্দমার্গী অমরেশ জানার বাসভবনে তিনঘন্টাব্যাপী ‘বাবা নাম কেবলম্’-এই অষ্টাক্ষরীয় সিদ্ধমন্ত্রের নাম সংকীর্ত্তন হয়৷

অখন্ড কীর্ত্তনের পর আনন্দমার্গীয় বিধিতে শ্রী অমরেশ জানার  শিশুকন্যার  অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান হয়৷ পৌরোহিত্য করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ সবাই মিলে শিশুর--- নামকরণ করা হয় ‘তরুণিমা’৷

অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন ও কীর্ত্তন পরিচালনা করেন শ্রী সত্যজিৎ ঘোষ ও শ্রী চিন্ময় আদক৷  অনুষ্ঠানে দুই শতাধিক আনন্দমার্গী ও অন্যান্য অনেকেই অংশগ্রহণ করেন৷

কীর্ত্তন ও তত্ত্বসভা

সুরানানকার ঃ গত ৭ই আগষ্ট পাঁশকুড়ার সুরানানকার গ্রামে বিশিষ্ট আনন্দমার্গী শ্রী গৌতম জানার  বাসভবনে আনন্দমার্গের  কীর্ত্তন, মিলিত সাধনা ও তত্ত্বসভার আয়োজন করা হয়৷

এই তত্ত্বসভায় যোগসাধনা ও আনন্দমার্গের সর্বতোমুখী সেবার ওপর বক্তব্য রাখেন আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত ও সুভাষ প্রকাশ পাল৷ তিন শতাধিক মানুষ এই তত্ত্বসভায় যোগদান করেন৷ আচার্য মন্ত্রেশ্বরানন্দজী বলেন, যোগসাধনা মানুষের অস্থির মনকে স্থির করে, মনের একাগ্রতা আনে, মনকে মানসিক চাপ বা ষ্ট্রেস থেকে মুক্ত করে ও মনে প্রশান্তি এনে দেয়৷ আচার্য বোধিসত্তানন্দ অবধূত বলেন, আনন্দমার্গের আদর্শ হ’ল--- ঈশ্বরলাভ ও জগতের সর্র্বত্মক সেবা৷

 আনন্দমার্গের তত্ত্বসভার পর ৪জন আনন্দমার্গের  সাধনা শেখেন৷

গৃহপ্রবেশ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা ঃ গত ৭ই আগষ্ট কাঁথির উত্তর পুরুষোত্তমপুর গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী গোপাল নায়েকের গৃহে গৃহপ্রবেশের মন্ত্রপাঠ করেন ব্রহ্মচারিণী মন্দ্রিতা আচার্যা৷

আনন্দমার্গের  আধ্যাত্মিক ও সমাজ সেবামূলক আদর্শের  ওপর বক্তব্য রাখেন শ্রী শুভেন্দু ঘোষ ও আচার্য পূর্ণব্রতানন্দ অবধূত৷ প্রায় আড়াইশ জনকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷

কীর্ত্তন ও তত্ত্বসভা

নিজস্বসংবাদদাতা, কোলাঘাট ঃ গত ১৪ই জুলাই কোলাঘাটের শ্রী সুরজিৎ পড়্যার বাড়ীতে তিনঘন্টাব্যাপী ‘‘বাবা নাম কেবলম’’ মহামন্ত্রের অখন্ড কীর্ত্তন ও আনন্দমার্গের তত্ত্বসভার  আয়োজন  করা হয়৷  এই তত্ত্বসভায়  আচার্য রবীশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দসুধা, আচার্য আত্মবিকাশ ও সমাজের যথার্থ কল্যাণ  কোন পথে এ  বিষয়ে বিশদ আলোচনা করেন৷

অনুষ্ঠানে কীর্ত্তন পরিবেশন করেন শ্রী পার্থসারথি পাল ও বর্র্ণলী পড়্যা৷ সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী নারায়ণ পড়্যা৷