বেথুয়াডহরী ঃ নদীয়া জেলার বেথুয়াডহরীর সাহা পাড়া নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতি তৃপ্তি বিশ্বাস দিদির নতুন বাস ভবনের গৃহপ্রবেশ উপলক্ষ্যে গত ৬ই জুলাই ,২০২৩ তিনঘন্টা ব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তনানুষ্ঠান হয়৷ কীর্তনশেষে মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায়ের পর মূল গৃহপ্রবেশ অনুষ্ঠানটি পালন করা হয়৷ স্বাধ্যায় করেন উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন কৃষ্ণনগর ডিট-এস-এল ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন ডাঃ বৃন্দাবন বিশ্বাস, আলপনা মণ্ডল,বিকাশ মণ্ডল, ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা ও কাকলী মণ্ডল৷ অনুষ্ঠানে আনন্দমার্গের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করেন আনন্দমার্গের বিশিষ্ট তাত্ত্বিক শ্রী গোরাচাঁদ দত্ত ও ভুক্তিপ্রধান জেনারেল ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷ অনুষ্ঠান শেষে তৃপ্তি দিদি উপস্থিত দুই শতাধিক ভক্তকে মিলিত প্রীতিভোজে আপ্যায়িত করেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়