আনন্দমূর্ত্তিজীর জন্মশতবর্ষে কলিকাতায় শিক্ষাশিবির ও শোভাযাত্রা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই মে থেকে ২১শে মে আনন্দমার্গ প্রচারক সংঘের শিক্ষা ত্রাণ ও জনকল্যাণ বিভাগ কলিকাতার ভি.আই.পি নগর আশ্রমে এক শিক্ষা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল৷ চারদিন ব্যাপী এই শিবিরে  বর্তমান শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য ও আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষার গুরুত্ব বিষয় আলোচনা করেন বিভিন্ন তাত্ত্বিকগণ৷

এই উপলক্ষ্যে গত ১৯শে মে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ স্কোয়ার থেকে হিন্দ সিনেমা পর্যন্ত পরিক্রমা করে৷ যদিও শোভাযাত্রাটি ধর্মতলা পর্যন্ত যাওয়ার কর্মসূচী ছিল কিন্তু প্রশাসনিক নিষেধের কারণে মিছিলটি হিন্দ সিনেমার কাছে গিয়ে শেষ হয়৷ সেখানে একটি পথসভায় বর্তমান শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলার কারণ বিশ্লেষণ করে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষা বিষয়েও বক্তব্য রাখেন৷

তিনি বলেন আজকের এই শোভাযাত্রার  কর্মসূচীর মূল উদ্দেশ্য শিক্ষাব্যবস্থা থেকে  নৈরাজ্য দূর করে ছাত্র-ছাত্রাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সার্বিক বিকাশের লক্ষ্যে শ্রীপ্রভাতরঞ্জন সরকার প্রবর্তিত নব্যমানবতাবাদী শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করা৷ শোভাযাত্রাটির পরিচালনা করেন আনন্দমার্গ প্রচারক সংঘের কলিকাতার রিজিয়ান সেক্রেটারী আচার্য কৃষ্ণ প্রসন্নানন্দ অবধূত৷