আনন্দনগর ভ্রমণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২-১৫ অক্টোবর’২৪ নরওয়ের দুই জন ও পশ্চিমবঙ্গের হুগলীর মগরা থেকে পরিবারের সকলকে নিয়ে আনন্দনগর ভ্রমণে আসেন৷ আনন্দনগরের প্রাগৈতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তন্ত্রপীঠ, শিক্ষা, সেবা ও উন্নয়নমূলক প্রকল্পগুলো ঘুরে দেখেন৷

 নরওয়ে থেকে আসা মার্গীভাইরা মূলতঃ আনন্দনগরের তন্ত্রপীঠগুলিতে আধ্যাত্মিক অনুশীলন তথা গভীর সাধনা করতে আন্তরিকভাবে খুবই আগ্রহী৷ আনন্দনগরের বিভিন্ন তন্ত্রপীঠগুলিতে সাধনা করে আধ্যাত্মিক তরঙ্গ উপলব্ধি করেন৷