গত ১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীত দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয় আনন্দনগরে৷ প্রভাতসঙ্গীত প্রতিযোগিতা, প্রভাত সঙ্গীত অবলম্বনে সাংসৃকতিক অনুষ্ঠান, আলোচনা সভার মাধ্যমে দিনটি পালিত হয়৷
শিশু সদনের ছেলে মেয়েদের নিয়ে একটি অনুষ্ঠান হয় নারীকল্যাণ বিভাগের আশ্রম উমানিবাসে৷ এখানে শিশুসদনে ছেলে মেয়েরা প্রভাত সঙ্গীত পরিবেশন করে ও সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷
অপর অনুষ্ঠানটি হয় আনন্দনগর হাইসুকলে৷ স্থানীয় ছেলে মেয়েরা এই অনুষ্ঠানে যোগ দেয়৷ এখানে প্রভাতসঙ্গীত অবলম্বনে সাংসৃকতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন ছিল৷ ‘‘সভায় প্রভাত সঙ্গীত বিষয়ে বক্তব্য রাখেন আচার্য শম্ভুশিবানন্দ অবধূত,আচার্য কল্যানেশ্বরান্দ অবধূত, আচার্য মোহনানন্দ অবধূত অবধূতিকা আনন্দ সূমিতা আচার্যা প্রমুখ৷
হাওড়া ঃ হাওড়া জেলার রাণীহাটী শিশুসদনে গত ১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীত দিবস উপলক্ষ্যে সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্যগীত প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে শিশুসদনের কচি কাঁচাদের সঙ্গে স্থানীয় মার্গী ভাইবোনেরা একটি মনোরম সন্ধ্যা উপভোগ করেন৷