সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার শিক্ষা অপরিহার্য হয়ে উঠেছে৷ যেমন প্রাচীন শিক্ষায় অক্ষর জ্ঞান না থাকলে কাউকে নিরক্ষর বলা হত, তেমনই আজকের দিনে কম্পিউটার শিক্ষা না জানলে পিছিয়ে পড়তে হয়৷ এই পরিস্থিতি থেকে আনন্দমার্গ শিশুসদনের ছাত্র-ছাত্রাদের রক্ষা করার জন্য এগিয়ে এসেছে ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ড’৷ তারা আনন্দনগর ছেলেদের শিশুসদনের জন্য তিনটি আর মেয়েদের শিশুসদনের জন্য দুটি, মোট পাঁচটি কম্পিউটার দান করেছেন৷ ১২ই সেপ্ঢেম্বর ২০২৪ তারিখে সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডের প্রতিনিধিরা এসে কম্পিউটারগুলি স্থাপন করেছেন৷ আনন্দমার্গ শিশুসদন ও আনন্দনগরের পক্ষ থেকে আমরা তাঁদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই৷