আনন্দনগরের রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ অবধূত এক বার্র্তয় জানান--- আনন্দমার্গ প্রচারক সংঘ ও ভারত সরকারের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা ইণ্ডিয়ান জুট ইণ্ডাষ্ট্রিজ রিসার্চ এসোসিয়েশন,তারাতলা, কলকাতা প্রধান কার্যালয়ের সঙ্গে স্কিল ট্রেনিং প্রোভাইডার হিসেবে মউ স্বাক্ষরিত হয়৷ গত ২৬শে সেপ্ঢেম্বর’২৪ উক্ত মউ স্কিল ইণ্ডিয়া ডিজিটাল গভর্নমেন্ট অব ইণ্ডিয়া কর্তৃক মান্যতা প্রাপ্ত লাভ করে৷
আনন্দমার্গ প্রচারক সংঘ, আনন্দনগর ট্রেনিং পার্টনার হিসেবে স্থানীয় যুবক-যুবতীদের লেখাপড়ার সাথে সাথে স্বাবলম্বী করে তুলতে বিনামূল্যে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চলেছে৷ এখানে ভারত সরকারের ‘স্কিল ডেভেলপমেন্ট এণ্ড এণ্টারপ্রেণারশিপ’ মন্ত্রণালয়ের অন্তর্গত প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা-৪.০ ট্রেনিং প্রদান করা হবে৷ ট্রেনিংয়ে কারা অংশগ্রহণ করতে পারবে? ১৫ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত মহিলা-পুরুষ সকলেই ট্রেনিং করতে পারবে৷
রেজিষ্ট্রেশন করার পদ্ধতি
১) আধার কার্ডের ফটোকপি ও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিয়ে ৭০৭৬৪ ৩২৫৯৬ হোয়াটস্যাপ করলেই হবে৷ ২) নাম নথিভুক্ত করার সময় আধার লিঙ্ক করা মোবাইলে দুবার ওটিপি যাবে ওই ওটিপি নম্বর শেয়ার করতে হবে৷ ৩) যখন ট্রেনিং সেন্টার পোর্টালের সাথে যুক্ত করা তখন একবার ওটিপি যাবে ও সেই ওটিপি নম্বর শেয়ার করতে হবে৷ রেজিষ্ট্রেশন করতে কোন টাকা লাগবে না৷
শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট প্রদান---ট্রেনিং শেষে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্র্পেরেশন সর্বভারতীয় গ্রহণযোগ্য শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট প্রদান করবে৷