আনন্দনগর সংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর : গত ১৮ই জুন আনন্দনগরে াার মেমোরিয়ালে প্রতি মাসের মতো এ মাসেও অখন্ড কীর্ত্তনের অনুষ্ঠান করা হয়৷ এই অনুষ্ঠানে আনন্দনগর ও এর চারপাশের অধিবাসীরা কীর্ত্তনে অংশ গ্রহণ করেন৷ অখন্ড কীর্ত্তনের পর পরমারাধ্য াার প্রবচন পাঠ করে শোনান, আচার্য দেবপ্রেমানন্দ অবধূত ৷ এরপর আচার্য নারায়ণানন্দ অবধূত কীর্ত্তন মাহাত্ম্য ও সাধনার ওপর বক্তব্য রাখেন৷

আনন্দমার্গের পক্ষ থেকে গরীব চাষীদের মধ্যে ধান্যবীজ বিতরণ

১২ জুন: গত ১২ই জুন আনন্দনগরে জেনারেল ফার্ম সেক্রেটারী আচার্য নিত্যভাবানন্দ অবধূত গ্রামের ১৫০ অধিক গরিব চাষীদের মধ্যে ধান্যবীজ বিতরণ করেন৷ এতে এলাকার গরিব চাষীরা দারুণভাবে উৎসাহিত হন৷ এই অনুষ্ঠানে আনন্দমার্গের কেন্দ্রীয় কার্যালয় থেকে আচার্য বিকাশানন্দ অবধূত, আচার্য ঋতবুদ্ধ্যানন্দ অবধূত প্রমুখ উপস্থিত ছিলেন

চোরাগালি গ্রামে অখণ্ড কীর্ত্তন

আনন্দনগর: গত ২রা ও ৩রা জুন ১৭ই চোরগালি গ্রামে শ্রী নাগেশ্বর মাহাতোর উদ্যোগে ২৪ ঘন্টা ব্যাপী াা নাম কেবলম্মহামন্ত্রের অখন্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অখন্ড কীর্ত্তনে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করেন৷ কীর্ত্তন শেষে বক্তব্য  রাখেন আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য দেবপ্রেমানন্দ অবধূত ও আচার্য পরিতোষানন্দ অবধূত

বরগ্রাম সুকলে যোগদিবস পালন

বরগ্রাম: গত ২১শে জুন বরগ্রাম উচ্চমাধ্যমিক বিদ্যালয় স্কুলের শিক্ষক শ্রী শক্তিপদ মাহাতোর উদ্যোগে আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষ্যে যোগ সম্পর্কে বিশেষ আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়৷ এই উদ্দেশ্যে আনন্দমার্গের অবধূত ও অবধূতিকাদের স্কুলের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়৷

প্রথমে স্কুলের মেয়েদের যোগ-প্রশিক্ষণ দেন অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷ তিনি যোগাসন ও যোগ সাধনার উপকারিতার উপর আলোকপাত করেন৷

এরপর আচার্য মুক্তানন্দ অবধূত ও আচার্য সত্যস্বরূপান্দ অবধূত স্কুলের ছাত্র-শিক্ষক সবার সামনে যোগের ওপর  বিস্তারিত আলোচনা করেন৷ আলোচনার পর যোগাসন , কৌশিকনৃত্য, তান্ডবনৃত্য প্রভৃতির প্রশিক্ষণও দেওয়া হয়৷ সবাই এতে যোগ সম্পর্কে বিশেষ আগ্রহান্বিত হয়৷

ছটকায় আনন্দমার্গ বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

ছটকা: গত ২৬শে জুন ছটকা গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী দুর্র্গপদ মন্ডলের প্রয়াত পিতৃদেব মনবোধ মন্ডলের আনন্দমার্গীয় সমাজ শাস্ত্রানুসারে শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ এই শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ প্রয়াত মনবোধ মন্ডলের অন্ত্যেষ্টিক্রিয়াও  আনন্দমার্গীয় বিধিতেই সুসম্পন্ন হয়েছিল৷

জেলাডি গ্রামে অখণ্ড কীর্ত্তন

জেলাডি : ২রা ও ৩রা জুলাই সিধি পঞ্চায়েতের জেলাডি গ্রামে  ২৪ ঘন্টা ব্যাপী কীর্ত্তন অনুষ্ঠিত হয় ৷ স্থানীয় আনন্দমার্গী সুরেশ কেয়টের উদ্যোগে সমস্ত গ্রামবাসী এই কীর্ত্তনে যোগদান করেন ও কীর্তনানন্দে মাতোয়ারা হন৷ লক্ষ্যণীয় এই এলাকায়  এক মাসেরও  বেশি কোনও বৃষ্টিপাত  হয়নি৷ তাই গ্রামের কঁুয়োগুলি শুকিয়ে গিয়েছিল, চাষবাসও শুরু করা সম্ভব হয়নি৷ কিন্তু অখন্ড কীত্তর্েনর পর প্রবল বৃষ্টি শুরু হয়৷ ফলে গ্রামবাসীদের মনে সে কী আনন্দ! কীর্ত্তনের ওপর কীর্ত্তনমাহাত্ম্য ও আনন্দমার্গের আদর্শের  ওপর বক্তব্য রাখেন  আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য দেবপ্রেমা  অবধূত, আচার্য নারায়ণানন্দ অবধূত৷