আনন্দনগরে নীলকণ্ঠ দিবস
নিজস্ব সংবাদদাতা ঃ গত ১২ ফেব্রুয়ারী নীলকণ্ঠ দিবস উপলক্ষ্যে আনন্দনগরে মার্গগুরুর বাসভবন মধুমূর্চ্ছনায় তিন ঘণ্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন ও সাধনা শেষে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন সংঘের প্রবীণ সন্ন্যাসীবৃন্দ৷ সবশেষে সকলে মিলিত ভোজে অংশগ্রহণ করেন৷
আনন্দনগরে সেবাকার্য
নিজস্ব সংবাদদাতা ঃ আনন্দমার্গ প্রচারক সংঘের নারী কল্যাণ বিভাগের আনন্দনগরস্থিত উমানিবাস শাখার উদ্যোগে নানা সেবামূলক কাজ করা হয়৷ ২রা ফেব্রুয়ারী ডামরুঘুটু গ্রামে গ্রামবাসীদের হাতে উমানিবাসের পক্ষ থেকে কম্বল তুলে দেওয়া হয়৷ ওই দিনই টাটুয়াড়া গ্রামের দুঃস্থ গ্রামবাসীদের মধ্যে শাল বিতরণ করা হয়৷
৪ঠা ফেব্রুয়ারী ডামরুঘুটু গ্রামের দুঃস্থ ছাত্র-ছাত্রাদের মধ্যে শ্লেট, পেন্সিল, বস্ত্র তুলে দেন মহিলা কল্যাণ বিভাগের সদস্যরা৷
অখণ্ড কীর্ত্তন
নিজস্ব সংবাদদাতা ঃ গত ৮ ও ৯ই ফেব্রুয়ারী আনন্দনগর সংলগ্ণ খটঙ্গা গ্রামে দুর্গা সোরেণের বাসভবনে ২৪ ঘণ্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ আনন্দনগর ডায়োসিসের সকল মার্গী ভাইবোন ও আনন্দনগরের সমস্ত দাদাদিদিরা এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ ২৪ ঘণ্টা ব্যাপী এই কীর্ত্তন উপস্থিত সকলের মধ্যে এক আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টি করে৷ কীর্ত্তন, সাধনা ও স্বাধ্যায় শেষে আনন্দনগরের অভিজ্ঞ সন্ন্যাসীরা কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শন বিষয়ে বক্তব্য রাখেন৷ পরিশেষে শ্রী দুর্গাসোরেন সকলকে প্রীতিভোজে আপ্যায়িত করেন৷