আনন্দনগর ঃ গত ১৪ই আগষ্ট গুড়িডিতে আনন্দমার্গীরা জন্মাষ্টমী উৎসব পালন করেন৷ এই উপলক্ষ্যে কীর্ত্তনানুষ্ঠান হয়৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর আনন্দনগরের রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ অবধূত কৃষ্ণের ওপর বক্তব্য রাখেন৷ তিনি বলেন যখন অধর্মের বাড়াবাড়ি হয়, ন্যায় সত্য ও ধর্ম ধূলিলুন্ঠিত হয়, তখনই পরম পুরুষ অধর্মকে দমন করে’ ধর্মের প্রতিষ্ঠার জন্যে তারকব্রহ্মরূপে আবির্ভূত হন৷ ঠিক এমনি এক পরিস্থিতিতে সাড়ে তিনহাজার বৎসর পূর্বে শ্রীকৃষ্ণের আবির্র্ভব হয়েছিল৷ শ্রীকৃষ্ণের জীবনলীলাকে আমরা দুভাগে ভাগ করতে পারি৷ তাঁর বাল্যলীলা, তাকে বলতে পারি শ্রীকৃষ্ণের ব্রজলীলা৷ সে সময় তিনি মূলত ভক্তির মাহাত্ম্য সমাজের সামনে তুলে ধরেন৷ সরল ব্রজবাসীদের সঙ্গে তাঁর লীলা মূলত: ভক্তি আধারিত৷ ‘গোপ’ শব্দের প্রকৃত অর্থ পরমপুরুষকে আনন্দদান করা যাঁর ব্রত৷
রাজা কৃষ্ণ হিসেবে বা পার্থসারথি কৃষ্ণ হিসেবে কৃষ্ণ অন্যায় ও অধর্মের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছেন৷ ধার্মিক পান্ডবদের সাথে নিয়ে অধার্মিকদের দমন করেছেন ও ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন৷ শ্রীকৃষ্ণের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে৷ একদিকে যেমন পরমপুরুষের প্রতি পূর্ণ-আত্মসমর্পন চাই, অন্যদিকে চাই অন্যায়, পাপ ও শোষণের বিরুদ্ধে আপোষহীণ সংগ্রাম৷ এটাই মানুষের জীবনের আদর্শ৷ এই পথ ধরেই মানুষকে চলতে হবে৷
আচার্য দেবপ্রেমানন্দ অবধূত ও তাঁর সঙ্গে অন্যান্য আনন্দমার্গীদের পূর্ণ সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়৷
n মাসিক অখন্ড কীর্ত্তন
প্রতিমাসেই আনন্দনগরে পরমারাধ্য বাবার স্মারকভবনে অখন্ডকীর্ত্তনের অনুষ্ঠান হয়৷ এ মাসেও ৩০শে আগষ্ট এখানে অখন্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷
আনন্দনগরে সমস্ত ইউনিটের সন্ন্যাসী দাদারা, উমা নিবাসের সন্ন্যাসিনী দিদিরা, আনন্দনগরের শিক্ষক, ছাত্রসহ সমস্ত আনন্দমার্গীরা ও আশেপাশের গ্রামগুলির আনন্দমার্গীরা এই অখন্ড কীর্ত্তনে যোগদান করেন৷
n প্রভাতসঙ্গীত প্রতিযোগিতা
২রা ও ৩রা সেপ্ঢেম্বর কোটশিলা ও আনন্দনগরে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ এখানে নৃত্য,গীত ও অঙ্কন --- এই তিন বিভাগের বিচারক থাকছেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত, আচার্য দানব্রতানন্দ অবধূত, মিঃ খাওয়াস প্রমুখ৷ উপরিউক্ত তিন বিভাগে যারা ১ম ও ২য় স্থান অধিকার করবেন তাঁরা কলকাতায় ১৭ই সেপ্ঢেম্বর, অনুষ্ঠিত প্রভাত সঙ্গীতের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন৷ এখানে যত্ন সহকারে ছেলেমেয়েদের নৃত্য-গীতের প্রশিক্ষণ দেন শ্রীমতী সোমা চ্যাটার্জী৷
কৌশিকী ও তান্ডব নৃত্য প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি ঃ গত ২১শে আগষ্ট সরশুনায় হরিপরিমন্ডল গোষ্ঠীর পক্ষ থেকে তান্ডব ও কৌশিকী নৃত্যের প্রতিযোগিতা হয়৷ এই প্রতিযোগিতায় কৌশিকী নৃত্যে ১ম ও ২য় স্থান অধিকার করেন যথাক্রমে শিবুপদ আচার্য ও কেশব মন্ডল৷ তান্ডব নৃত্যে প্রথম হন বিপুল অধিকারী৷ ২৪ শে আগষ্ট কৌশিকী নৃত্য প্রতিযোগিতায় এ-গ্রুপের ১ম হন শুভদীপ চক্রবর্তী ৷ বি-গ্রুপে ১ম কৃষ্ণ পাল ও ২য় গোপাল চক্রবর্তী৷ সি-গ্রুপে ১ম হন সুনীল চক্রবর্তী ৷
মহিলা বিভাগের প্রতিযোগিতায় ১ম মিত্রা চক্রবর্তী, ২য় তপতী চক্রবর্তী৷
তান্ডব নৃত্য প্রতিযোগিতায় বি-গ্রুপে ১ম হন গোপাল রায় চৌধুরী৷
ময়ূরভঞ্জে অখণ্ড কীর্ত্তন ও সমাজসেবা
নিজস্ব সংবাদদাতা, ময়ূরভঞ্জ, ওড়িশা ঃ গত ১৩ই আগষ্ট ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বিষয়ী ব্লকের অন্তর্গত ডুমুরডিহি গ্রামে ‘ৰাওানাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই অখণ্ড কীর্ত্তন পরিচালনা করেন আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত৷
এর পাশাপাশি এদিন আনন্দমার্গের তরফ থেকে চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হয়৷ ডাঃ যুধিষ্ঠির মাহাত ও ডাঃ শ্রীকান্ত মাহাত দুঃস্থ রোগীদের বিনাব্যয়ে চিকিৎসা করেন ও ওষুধপত্রও দেন৷ বিকেলে এখানে আনন্দমার্গের এক তত্ত্বসভাও অনুষ্ঠিত হয়৷ এই তত্ত্বসভায় আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত বলেন, মানব জীবনের লক্ষ্য ঈশ্বরপ্রাপ্তি৷ এজন্যে প্রতিটি মানুষের জীবনে সাধনা একান্ত জরুরী৷ সাধনা মানুষের মনকে পবিত্র করে৷ ফলে তার আচরণও পবিত্র হয়৷ তিনি আরো বলেন, সমাজসেবা সাধনার অত্যাবশকীয় অঙ্গ৷