গত ২রা আনন্দনগরের খটঙ্গাগ্রামের দুর্গা সরেন-মাণিক সরেনের গৃহ প্রাঙ্গণে ২৪ ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের আখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই অখণ্ড কীর্ত্তন পরিচালনার প্রধান দায়িত্বে ছিলেন আচার্য সংশুদ্ধানন্দ অবধূত৷ তাঁর উদ্যোগে এখানে গণভোজেরও mass feeding) কর্মসূচী গ্রহণ করা হয়৷ এই কর্মসূচীতে সমস্ত গ্রামবাসীদের নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷
অখণ্ড কীর্ত্তনের পর মিলিত সাধনান্তে মার্গগুরুদেবের প্রবচন থেকে স্বাধ্যায় করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ আচার্য নারায়ণানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা আনন্দমার্গের সাধনা ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন৷
চিতমু ঃ ৯ই ফেব্রুয়ারী চিতমু গ্রামের চক্রধর কালিন্দীর বাড়ীতে তিন ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ পরিচালনার করেন আচার্য সুবোধানন্দ অবধূত, আচার্য গুরুদত্তানন্দ অবধূত প্রমুখ৷ অখণ্ড কীর্ত্তনের পর মিলিত সাধনা ও স্বাধ্যায় হবার পর ১০০ জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়৷ আনন্দমার্গের সাধনা ও কীর্ত্তনের মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য নারায়ণানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷