সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১লা নভেম্বর,২৩ থেকে শুরু হয়ে আনন্দনগরে একমাসের আন্তর্জাতিক চরম গভীরতাপূর্ণ ঐকান্তিক আধ্যাত্মিক সাধনা শিবিরের আয়োজন করা হয়েছিল৷ শিবিরে বিভিন্ন দেশের আধ্যাত্ম পিপাসু আনন্দমার্গীগণ ব্যষ্টিগত চরম আধ্যাত্মিক উন্নতি ও উপলব্ধির উদ্দেশ্য মিলিত হয়েছেন৷ আনন্দনগরের আধ্যাত্মিক পরিমণ্ডলে ব্যষ্টিগত নিত্য গুরুসকাস, আধ্যাত্মিক অনুশীলন, আসন ছাড়াও মিলিত প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, পাঞ্চজন্য, ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, সাত্ত্বিক প্রমিতাহার, তন্ত্রপীঠে সাধনা, সৎসঙ্গ ও সাধনা সংক্রান্ত আলোচনায় প্রত্যেকেই আপ্লুত৷