সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
শৈবতন্ত্র, জৈনতন্ত্র ও বৌদ্ধতন্ত্রের পীঠস্থান হচ্ছে আনন্দনগর৷ সদাশিব ও কৃষ্ণের চরণ স্পর্শে পবিত্র ও ধন্য৷ যুগ যুগ ধরে বহু সাধকের আধ্যাত্মিক উপলব্ধিতে সমৃদ্ধ ভূমি৷ এখানকার প্রতিটি ধূলিকণা, পাথর আধ্যাত্মিক তরঙ্গে তরঙ্গায়িত৷ প্রাকৃতিক সৌন্দর্য, উৎকৃষ্ট জল ও স্বাস্থ্যকর জলবায়ু যে কোনো মানুষকে আকৃষ্ট করে৷ ২-৪ অক্টোবর,২০২২ শারদোৎসবের দিনগুলিতে আনন্দমার্গ গভীর আধ্যাত্মিক অনুশীলন ও আধ্যাত্মিক যোগসাধনা শিবিরের আয়োজন করা হয়৷