সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৫ই ও ৬ই আগষ্ট,২৩ আনন্দনগর সংলগ্ণ ডামরুঘুটু গ্রামে স্থানীয় ইয়ূনিটের উদ্যোগে ২৪ঘন্টা অখণ্ড বাবা নাম কেবলম্ মহানাম মন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷
কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, নারায়ণ সেবার পর কীর্ত্তনের মাহাত্ম্য নিয়ে আলোচনা করেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত,আচার্য নারায়ণানন্দ অবধূত,আচার্য মুক্তানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ ব্রতীশা আচার্যা, অবধূতিকা আনন্দ সূমিতা আচার্যা প্রমুখ৷ পরিশেষে বিশিষ্ট আনন্দমার্গী দশরথ টুডু সাঁওতালী ভাষায় ব্যাখ্যা করেন কীর্ত্তন মহিমা৷ সাঁওতাল জনগোষ্ঠী অধ্যুষিত ডামরুঘুটু গ্রামের অধিকাংশ বাসিন্দাই আনন্দমার্গের আদর্শ ও জীবনধারা অনুসরন করে চলেন৷
অখণ্ড কীর্ত্তন ঃ গত ২০শে আগষ্ট আনন্দনগরে বাবার স্মৃতিসৌধে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷