আনন্দনগরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে মার্চ আনন্দনগর াা মেমোরিয়ালে ৩ঘন্টা অখণ্ড কীর্ত্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷  অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মিলিত আহার করেন৷ অনুষ্ঠানটির আয়োজন করেন আচার্য কল্যানেশ্বরানন্দ অবধূত৷

ঘাটকেটিয়া গ্রাম ঃ গত ১৪ই মার্চ ঘাটকেটিয়া গ্রামে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন ও তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটির আয়োজন করেন---শ্যামপুর আনন্দমার্গ সুকলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ অণুময়া আচার্যা৷

চিতমু গ্রাম ঃ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্ম শতবর্স উপলক্ষ্যে ১৩ ও ১৪ই মার্চ আনন্দনগর সংলগ্ণ চিতমু গ্রামে ২৪ঘন্টা অখণ্ড কীর্ত্তন ও নগর কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে মিলিত ঈশ্বর প্রণিধানের পর কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শনের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় বক্তব্য রাখেন আচার্য নারায়ণানন্দ অবধূত,আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, আচার্য প্রণবাত্মাকানন্দ অবধূত, আচার্য মোহনানন্দ অবধূত,শ্রী নিবারণ গরাই প্রমুখ৷

জিওদারা গ্রাম ঃ গত ১১ই মার্চ আনন্দনগর সংলগ্ণ জিওদারু গ্রামে অখণ্ড কীর্ত্তন, কীর্ত্তন শোভাযাত্রা ও তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ তত্ত্বসভায়  বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা, অবধূতিকা আনন্দ ব্রতিতা আচার্যা,আচার্য মোহনানন্দ অবধূত৷ এই উপলক্ষ্যে নারায়ণ সেবারও আয়োজন করা হয়েছিল৷ সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন ব্রজলাল মাহাত ও তাঁর পরিবার৷