আনন্দনগরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

চিৎমু ঃ গত ১২ ও ১৩ই মার্চ আনন্দনগর সংলগ্ণ চিতমু গ্রামে নমোপাড়া ধর্মচক্র ইয়ূনিটে ২৪ ঘন্টা অখণ্ড ‘াা নাম কেবলম্‌’ নাম সংকীর্তন অনুষ্ঠিত  হয়৷ এই উপলক্ষ্যে নারায়ণ সেবা তত্ত্বসভা ও সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ ১২ই মার্চ দুপুর বারটায় কীর্ত্তন শুরু হয় ও ১৩ই মার্চ ১২টায় সমাপ্ত হয়৷ ১৩ই মার্চ সকাল ৮টা নগর কীর্ত্তন গ্রাম পরিক্রমা করে৷ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে চিৎমু হরিপরিমণ্ডল গোষ্ঠী৷

শ্যামপুর ঃ গত ৬ই মার্চ আনন্দনগর শ্যামপুর গ্রামে বিশিষ্টমার্গী শ্রী মহিতোষ মাহাতর বাসভবনে তিনঘন্টা ‘‘াা নাম কেবলম্‌’’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে তত্ত্বসভা ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷

াার স্মৃতিসৌধে ঃ গত ২০শে মার্চ আনন্দনগরে াার স্মৃতিসৌধে ৩ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় ও এই উপলক্ষ্যে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷