সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কেন্দ্রীয় ত্রাণ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত এক বার্র্তয় জানান---আনন্দমার্গ ইয়ূনূিবার্র্সল রিলিফ টিম আনন্দনগর সংলগ্ণ গ্রামগুলিতে খাদ্যদব্য ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করে৷ ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, আলু, লবণ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এই রিলিফ টীমের পরিচালনায় ছিলেন আচার্য শুভপ্রসনানন্দ অবধূত৷
অবধূতিকা আনন্দ সেবাব্রতা আচার্যা ও ব্রহ্মচারিনী অমলিনা আচার্যার পরিচালনায় রিলিফ টিমের মহিলা শাখা দরিদ্র গ্রামবাসীদের কাছে ২০০টি কম্বল বিতরণ করে৷