আনন্দমার্গ স্পোর্টস একাডেমি, আনন্দনগর থেকে এই প্রথম অনুর্ধ ১৫ বছরের ২২জনের একটি এস.এস.এ.সি (স্পিরিচ্যুয়ালিষ্টস’ স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস’ ক্লাব) ফুটবল টীম সহ ২৭ জন ২২-২৪ এপ্রিল ২০২২ আরও উন্নত ট্রেনিং ও অভিজ্ঞতার জন্যে কলকাতা আনা হয়৷
গত ২২শে এপ্রিল ২০২২ কলকাতা লেকটাউনের কালিন্দি মাঠে জয়পুর ইউনাইটেড সঙ্গে সকালে প্রাক্টিস ম্যাচ হয় ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যষ্টিদের দিয়ে উৎসাহ ও গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হয়৷ বিকেলে ইষ্ট বেঙ্গল মাঠ, মোহন বাগান মাঠ, ময়দান ঘুরে দেখে৷ ২৩ ও ২৪ এপ্রিল ২২ সল্টলেকের ভারতী বিদ্যাভবনে দি স্পোর্টস একাডেমি ও কে সি মাঠে এ.পি. আর ফুটবল স্কুলের সঙ্গে প্র্যাক্টিস ম্যাচ হয়৷ কলকাতার বিভিন্ন মাঠে বিভিন্ন ক্লাবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ খেলার অভিজ্ঞতা, শ্রীশঙ্করলাল চক্রবর্তীর মতো নামকরা ফুটবল কোচ ও খেলোয়াড়দের সাহচর্য টিপস, ট্রেনিং, মোটিভেশন ক্লাস, বিখ্যাত ক্লাবের মাঠ পরিদর্শন, সায়েন্স সিটি ভ্রমণ ইত্যাদি