৩১মে, ১ ও ২ জুন ২০২৪ আনন্দনগরে আনন্দপূর্ণিমা উপলক্ষ্যে আন্তর্জাতিক আনন্দমার্গ ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়৷ বিভিন্ন দেশ-বিদেশের ভক্তমণ্ডলীর সমাগমে ও উচ্চ আধ্যাত্মিক তরঙ্গের পরিমণ্ডলে ৩০ মে ২০২৪ বিকেল ৩টায় ৭২ ঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম সংকীর্ত্তনের মাধ্যমে সম্মেলনের শুভারম্ভ হয়৷ প্রত্যহ প্রভাতী কীর্তনের মাধ্যমে প্রভাতফেরী ও ভোর পাঁচটায় সামূহিক পাঞ্চজন্যের আধ্যাত্মিক উন্মেষনায়, উন্মীলনে অনুষ্ঠানের সমারম্ভ হতো৷ এ তদ্ব্যতীত সকাল-সন্ধ্যায় মিলিত ঈশ্বর প্রণিধান, প্রভাত সঙ্গীত ও তার মর্মার্থ ব্যাখ্যা, দুবেলা তাণ্ডব-কৌষিকী নৃত্য পরিবেশন অনুষ্ঠিত হতো৷ এক সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পশ্চিম রাঢ়ের বিখ্যাত লোকনৃত্য ‘ছৌ’ এর আকর্ষণীয় পরিবেশনা, সম্মিলিত আধ্যাত্মিক অনুশীলন, মার্গগুরু প্রতিনিধি আচার্য বিকাশানন্দ অবধূতজীর আধ্যাত্মিক প্রবচনে অনুষ্ঠান যথাযথ ভাবমর্যাদা সহকারে পালিত হয়েছে৷ তিনদিনের এই আলোচনায় সময়ের সদ্-উপযোগ, জীবনের পূর্ণত্বপ্রাপ্তি, মানুষ এক সামাজিক আধ্যাত্মিক জীব সমাজের তাৎপর্য প্রভৃতি বিষয়ে আলোচনা করেন৷ মহাসম্মেলনের শেষ দিনে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ভিডিওতে আশীর্বচন ও বরাভয় মুদ্রার মধ্য দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়