আনন্দনগরে বর্ষবরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১লা বৈশাখ ১৪২৯ সাল অর্থাৎ ১৫ই এপ্রিল,২০২২ আনন্দনগর আমুস (আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল ষ্টোর) প্রাঙ্গণে বাঙলা নববর্ষ উদযাপন করা হয়৷ এই উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ নাম সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, নববর্ষের তাৎপর্য ও কর্তব্য ব্যাখ্যা শেষে মিলিত ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়৷