আনন্দনগরে বৃহৎ অজগর সাপ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মধ্য আনন্দনগরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে পসকা (পরিবেশ সংরক্ষণ কানন), যা প্রায় ত্রিশ একর জমির উপর বিস্তৃত৷ এই কাননে বিভিন্ন প্রকার গাছপালার সমাহার, যা আগে ছিল একদম বৃক্ষহীন ও নুরি পাথরে ভর্তি৷ ৩৫বছর আগে, গুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর নির্দেশে এই কাননের সৃষ্টি হয়৷ এখানে রয়েছে তিনটি তন্ত্রপীঠ ও একটি প্রাকৃতিক গুহা৷

বছর কয়েক আগে পসকাতে প্রথম অজগর সাপের দেখা মিলেছিল৷ বিশেষত ধর্ম মহাসম্মেলন উপলক্ষে, প্রতি বছর প্রচুর দর্শনার্থী এখানে বেড়াতে আসেন৷ গতকাল, ১লা জানুয়ারী ২০২৫, এক দর্শনার্থী তার মোবাইল ফোনে বিশাল অজগর সাপের ছবি ও ভিডিও ধারণ করেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷