আনন্দনগরে বৃক্ষরোপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরের রেক্টর মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধূত জানান ২০২৩ বর্ষে আনন্দনগরে বৃক্ষরোপণ প্রকল্পের অর্থাৎ সবুজায়ণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে, মেদিনীপুর নার্র্সরী থেকে পুরুলিয়ার আনন্দনগরের পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ দশহাজার বিভিন্ন প্রজাতির চারাগাছ এসে পৌঁছে গেছে৷  চারাগাছের মধ্যে রয়েছে শিরিষ, শিশু,শাল, সেগুন, বট, অশ্বত্থ, গামার, মেহগনি, বেল,নিম, আমলকী, ছাতিম, করঞ্জ, শিমুল, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, বিভিন্ন রঙের বগনবেলিয়া, শিউলি প্রভৃতি প্রজাতির চারাগাছ৷  ১৫ একর জমিতে তিন হাজার অধিক গর্ত খোঁড়ার কাজ শেষ হয়েছে৷ গত ২৫ঢ়ে জুলাই থেকে গুরুদেব নির্দেশিত স্থানগুলিতে গাছ লাগান শুরু হয়েছে৷  ডিভিশনাল ফরেষ্ট অফিসার এক্সটেনশন পুরুলিয়া জেলার সঙ্গে সাক্ষাৎ করা হয়৷ তিনিই খুবই উৎসাহ প্রদর্শন করেন ও আনন্দনগরের জন্য প্রয়োজনীয় উন্নত সুস্থ-সবল মূল্যবান চারাগাছ দিতে সম্মত হয়েছেন৷ তাঁর নির্দেশে গত ১১ই জুলাই,২৩ এক আধিকারিক সরেজমিনে আমাদের প্রস্তাবিত প্রকল্পের প্রগতি পরিদর্শন করে গেছেন৷