আনন্দনগরে বৃক্ষরোপণ শুরু

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিগত কয়েক বছর থেকে প্রতিবছর আনন্দনগরে বৃক্ষরোপণের প্রকল্প চলছে৷ মারামু ও গুড়িডি মৌজায় লক্ষ্য রয়েছে চল্লিশ হাজার স্থানীয় জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হবে৷ সময়ে বৃষ্টিপাত না হওয়ার ফলে রোপণ প্রক্রিয়া পিছিয়ে গেছে৷ আজ ১০ই আগষ্ট’২৪ থেকে গুড়িডি মৌজায় বৃক্ষরোপনের কাজ শুরু হয়েছে৷ গত বছর লাগানো চারাগাছ সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে৷