সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৮ই মার্চ আনন্দনগরে দধিচী হষ্টেলে বসন্ত উৎসব উপলক্ষ্যে ছয় ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে মিলিত ঈশ্বর প্রণিধানের পর স্বাধ্যায় ও বসন্ত উৎসবের তাৎপর্য আলোচনা করা হয়৷ এরপর মার্গ গুরুদেবের প্রতিকৃতিতে আবির অর্পন করা হয়৷ এরপর ছোটরা বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করার পর সকলে আবির খেলায় মেতে ওঠে৷ কলিকাতা ভি.আই.পি নগর আশ্রমসহ প্রতিটি ইয়ূনিটে বসন্ত উৎসব পালিত হয়৷