আনন্দনগরে বসন্তোৎসব পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরে চর্যাচর্যে এই উৎসবকে ‘বসন্তোৎসব’ হিসেব পালন করা হয়৷ আনন্দমার্গে সামাজিক উৎসব-অনুষ্ঠানগুলি ধর্ম জীবনের অঙ্গ করে নেওয়া হয়েছে৷

৭ই মার্চ,২৩ মধ্য আনন্দনগরের প্রাইমারী স্কুল প্রাঙ্গণে নিম্নোক্তভাবে বসন্তোৎসব পালিত হয়,

১) প্রভাত সঙ্গীত, ছয় ঘন্টা অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌ সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান , বর্ণাঘ্যদান, স্বাধ্যায়, বসন্তোৎসব অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা ও মিলিত আয়োজন করা হয়৷ ২) ঈশ্বর প্রণিধান শেষে আবির, রঙ ও ফুল মার্গ গুরুদেবের প্রতিকৃতিতে অর্পন করা হয়৷  ৩) ছোটরা বড়দের পায়ে আবীর দেয় ও প্রণাম করে৷ ৪) অতঃপর তা নিয়ে নিজেদের মধ্যে খেলা করে৷ ৫) পুরুষ নারীর প্রতি বা নারী পুরুষের প্রতি রঙ বা আবীর দেওয়া হয় না৷